×

খেলা

ফিল্ডিংয়ে বাধা দিলেন সোহান, মেহেদী আউট হলেন কেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

ফিল্ডিংয়ে বাধা দিলেন সোহান, মেহেদী আউট হলেন কেন?

ছবি: সংগৃহীত

   

ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের সামনে ২৬ রানের সমীকরণ ছিল। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক সোহান। মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দেনতিনি। এরপর ফের বাউন্ডারি। পরের দুই বলে আরো ১০ রান নেন। পঞ্চম বলে চার হাঁকিয়ে ১ বলে ২ রানের সমীকরণ আনেন সোহান। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন হাসান।

তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন ম্যাচেও নাটকীয়তা কম হয়নি। ইনিংসের ১৯তম ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন রংপুরের শেখ মেহেদী হাসান। কিন্তু অবাক করার বিষয় হলো- যে অপরাধে মেহেদী প্যাভিলিয়নে ফেরেন, সোহানই সেই বাধা দেওয়ার কাণ্ডটি ঘটিয়েছেন। জাহানদাদের বলে ক্যাচ তুলেছিলেন মেহেদী। সেটি ধরতে গিয়ে সোহানের বাধায় লুফে নেওয়া সম্ভব হয়নি বরিশালের পেসারের।

রান নেওয়ার জন্য নন-স্ট্রাইক থেকে সামনের দিকে দৌড়াচ্ছিলেন সোহান। পরে আম্পায়াররা মেহেদীকে আউট দিলে মাঠ ছেড়ে যান তিনি। শেষ ওভারে সমান তিনটি করে চার-ছক্কায় দলকে জিতিয়েছেন সোহান।

তবে অনেকের কৌতূহল, ক্যাচ নেওয়ার ক্ষেত্রে সোহানই মূলত বাধা দিয়েছেন, তাহলে মেহেদী আউট হলেন কেন?

আসল ঘটনা হলো- শুরুর দিকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ বিষয়ে অনফিল্ড দুই আম্পায়ার, বাংলাদেশের আলি আরমান ও পাকিস্তানের আসিফ ইয়াকুব নিশ্চিত ছিলেন না। যাচাইয়ের জন্য থার্ড আম্পায়ার তানভীর আহমেদের সাহায্য নেন তারা। রিপ্লে দেখে তানভীর জানান, জাহানদাদ ক্যাচ ধরার সময় সোহান বাধা দিয়েছেন। কিন্তু কে আউট হবেন, তা নিয়েই বাঁধে মূল বিপত্তি। পরে ফিল্ড আম্পায়াররা জানান, মেহেদীকে মাঠ ছাড়তে হবে।

এদিকে ব্যাটারদের মধ্যে সংশয় দেখা দিলেও নিয়মানুযায়ী মেহেদীরই মাঠ ছাড়ার কথা। এমসিসি আইনের ৩৭.৩ ধারায় ক্যাচের ক্ষেত্রে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ সম্পর্কে বলা আছে, ‘যদি ডেলিভারি ‘‘নো’’ না হয়ে থাকে, তাহলে যে ব্যাটারই ক্যাচে বাধা দিক না কেন, স্ট্রাইকে থাকা ব্যাটারই আউট হবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App