শান্তর উইকেটকিপিং প্রসঙ্গে যা বললেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম
-677df38c9d8de.jpg)
ছবি: সংগৃহীত
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরচুন বরিশালের একাদশেই ছিলেন মুশফিকুর রহিম। তবে আঙুলের চোটে উইকেটের পেছনে তাকে দেখা যায়নি। তিনি ছাড়া আর কোনো স্বীকৃত উইকেটকিপারও একাদশে ছিলেন না। তবে ম্যাচের শুরুতে নাজমুল হোসেন শান্তকে গ্লাভস হাতে দেখা যায়।
মূলত মুশফিক ফিট হয়ে না উঠায় শান্তকে খেলানোর তাগিদেই এমন সিদ্ধান্ত নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর প্রতিযোগিতামূলক কোনো টি-টোয়েন্টিতে এবারই প্রথম শান্তর কিপিং করতে আসা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা রিশাদ হোসেনের কাছেও বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়।
জবাবে তরুণ এই লেগ স্পিনারের ভাষ্য, ‘এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।’
এদিকে মাঠে স্বাগতিক সিলেটের দর্শকদের উপস্থিতিই বেশি ছিল। ফলে, বরিশালের দারুণ পারফরম্যান্সেও গ্যালারিতে নীরবতা ছিল। কিন্তু দর্শকদের চুপ করিয়ে দিতে পেরে খুশি রিশাদ।
তার ভাষ্য, ‘গ্যালারিভর্তি দর্শক থাকলে ভালোই লাগে। উপভোগ করেছি। দর্শক বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। উইকেট পেলে, ব্রেকথ্রু পেলে পুরো গ্যালারি চুপ হয়ে থাকে। সেদিক থেকে উপভোগ করেছি।’
রিশাদ যোগ করেন, ‘বোলার হিসেবে বাউন্ডারি, শিশির এসব নিয়ে চিন্তা করলে তো হবে না। ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। চেষ্টা করছিলাম দলের চাহিদা অনুযায়ী।’