চ্যাম্পিয়নদের বিপক্ষে স্বল্প পুঁজি সিলেটের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

ছবি: সংগৃহীত
চলমান বিপিএলে এখনো জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্স। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। এবার ঘরের মাঠে ফরচুন বরিশালের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে অল্পতেই গুঁটিয়ে গিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর ১৮ দশমিক ২ ওভারে ১২৫ রানের সংগ্রহ পেয়েছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আরিফুল হক। বরিশালের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জাহানদাদ খান ও রিশাদ হোসেন।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রনি তালুকদার।
দ্বিতীয় উইকেট জুটিতে বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন রাকিম কর্নওয়াল-জাকির হাসান। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ১২ বলে ১৮ রান করে শাহীন আফ্রিদির বলে মাহমুদউল্লাহর মুঠোবন্দি হয়ে ফেরেন কর্নওয়াল।
এরপর মানশিকে নিয়ে দারুণ জুটি গড়েছিলেন জাকির। তাদের ব্যাটে ভর করেই বড় স্কোরের স্বপ্ন বুনেছিল স্বাগতিকরা। তবে হঠাৎ ছন্দপতনে, তা আর সম্ভব হয়নি। ৭৬ থেকে ৮৩—মাত্র ৭ রান তুলতে ৫ উইকেট হারায় দলটি।
২৬ বলে ২৫ রান করে আউট হন জাকির। বাকি ব্যাটাররা ক্রিজে এসে কেবল ধুঁকেছেন। শেষদিকে আরিফুল হকের লড়াইয়ের সুবাদে ১০০ পেরোয় সিলেটের ইনিংস। ২৯ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন সিলেটের এই অধিনায়ক। শেষমেশ ১৮ দশমিক ২ ওভারে ১২৫ রান তুলে থামে সিলেটের ইনিংস।
বরিশালের হয়ে জাহানদাদ ও রিশাদ তিনটি করে উইকেট নেন। এ ছাড়া ফাহিম আশরাফ দুটি এবং কাইল মায়ার্স এবং শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।