রংপুরের পাঁচে পাঁচ, হারের ‘হালি’ পূর্ণ ঢাকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
আগের ৪ ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। জয়ের খোঁজে ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে আনার পাশাপাশি একাদশে ছয়টি পরিবর্তন এনেছিল দলটি। তাতেও লাভ হয়নি। ১১১ রানের মামুলি পুঁজি নিয়ে রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছে রাজধানীর দলটি। আসরে এটি তাদের টানা চতুর্থ হার। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে চলতি বিপিএলে এখনও ‘অজেয়’ রংপুর রাইডার্স।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রানের মামুলি পুঁজি দাঁড় করায় ঢাকা। জবাবে ৪০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
১১১ রানের জবাবে শুরুতে কিছুটা ধুঁকেন রংপুরের ওপেনার আজিজুল হাকিম। রানের চাকা সচল রাখলেও ছন্দে ছিলেন না তিনি। দলীয় ১৭ রানের মাথায় ১৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অন্যপ্রান্তে পাওয়ারপ্লে'র ফায়দা লুটে রান তুলতে থাকেন অ্যালেক্স হেলস। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুটছিলেন হেলস। তবে হাফ-সেঞ্চুরি ছোঁয়ার আগেই দলীয় ৬১ রানের মাথায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিদায় নেন হেলস।
হেলসের পরের ওভারেই ফেরেন তিনে নামা সাইফ। ১৫ বলে ১৩ রান করেন টপ-অর্ডার এই ব্যাটার। শেষ দিকে ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রানের ক্যামিওতে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন খুশদিল শাহ। এ ছাড়া ১২ বলে ৯ রান করে ক্রিজে টিকে ছিলেন ইফতিখার।
ঢাকার হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান এবং আলাউদ্দিন বাবু একটি করে উইকেট শিকার করেন।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই খারাপ হয়নি ঢাকার। উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলেন দুই ওপেনার জেসন রয় ও হাবিবুর রহমান সোহান। ১২ বলে ১৪ রান করে সোহান ফিরলে সাবলীল ব্যাটিংয়ের পরও ইনিংস লম্বা করতে পারেননি রয়। ১২ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দুই ওপেনার দ্রুত ফিরলেও পাওয়ারপ্লে'র ৬ ওভারে ৫৪ রান তোলে ঢাকা। তবে পাওয়ারপ্লের পরই মূলত শনির দশা ভর করে রাজধানীর দলটির ওপর। ১৬ বলে ২০ রান করে তানজিদ হাসান তামিম, ৭ বলে ৩ রান করে আসরে প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমান, ১৩ বলে ৯ রান করে ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা লিটন বিদায় নেন।
শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ১২ ও আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রানের ইনিংস খেলেন। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে না পারায় ১৬ দশমিক ৩ ওভারে ১১১ রান তুলে অলআউট হয়েছে ঢাকা।
রংপুরের হয়ে আকিফ জাভেদ এবং খুশদিল শাহ দুটি করে উইকেট নেন। এ ছাড়া শেখ মেহেদী হাসান, ইফতিখার আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট শিকার করেন।