×

খেলা

কনস্টাসকে ধাক্কা: বড় দুঃসংবাদ পেলেন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

কনস্টাসকে ধাক্কা: বড় দুঃসংবাদ পেলেন কোহলি

ছবি: সংগৃহীত

   

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ভারতীয় তারকা বিরাট কোহলি জরিমানার মুখে পড়েছেন। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন কিং কোহলি।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। ইনিংসের দশম ওভার শেষে দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে কনস্টাসও আসছিলেন। এ সময়ে তাদের কাঁধে ধাক্কাধাক্কি হয়। এতে কনস্টাস কিছু একটা বলেও বসেন। কোহলিও তেড়ে যান। পরে আম্পায়ার এবং আরেক ওপেনার উসমান খাজা তাদের বিবাদ থামান।

রিপ্লেতে দেখা যায়, মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন কনস্টাস। অন্যদিকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে ধাক্কা মারেন কোহলি।

ধাক্কা লাগিয়ে আইসিসির নিয়মের ২.১২ নম্বর ধারা ভেঙেছেন কোহলি। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোন খেলোয়াড় অপরকে শারীরিকভাবে স্পর্শ করতে পারবেন না। কারণ, ক্রিকেট শারীরিক সংস্পর্শের কোন খেলা নয়। ফিল্ডিংয়ের সময় অনিচ্ছাকৃতভাবে লেগে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিলে, সেটা শাস্তিযোগ্য অপরাধ। 

এদিকে নিয়ম ভাঙার পর কোহলিকে শাস্তি দিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বেশি সময় নেননি। কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কোহলিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে, আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন্যদিকে এই ঘটনার পর থেকেই নিন্দার ঝড় বইছে। রিকি পন্টিং, রবি শাস্ত্রীর মতো সাবেক তারকারা কোহলির সমালোচনা করেছেন।

উল্লেখ্য, মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে সর্বকনিষ্ঠ ওপেনার স্যাম কনস্টাসের দুর্দান্ত ইনিংসে দারুণ শুরু পেয়েছিল অস্ট্রেলিয়া। এতে প্রথম দুই সেশন দাপট দেখায় স্বাগতিকরা। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়ে দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতীয় বোলাররাই দিনটা রাঙায়। প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। ৬৮ রানে অপরাজিত স্টিভেন স্মিথ ও ৮ রানে অপরাজিত অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App