×

খেলা

কনস্টাসকে কোহলির ধাক্কা, সমালোচনার ঝড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

কনস্টাসকে কোহলির ধাক্কা, সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

   

বক্সিং ডে টেস্টে আলোচিত নাম স্যাম কনস্টাস। ভারতের বিপক্ষে অভিষেকেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কনস্টাস। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে নামা সবচেয়ে কম বয়সি ওপেনার তিনি। ৬৫ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর বিপক্ষে নিজের জাত চিনিয়ে স্কুপ, রিভার্স সুইপসহ বিভিন্ন শটে চার-ছক্কা হাঁকিয়েছেন।

তবে সব ছাপিয়ে আরো এক কারণে আলোচনায় এই ওপেনার। ওভার শেষে প্রান্ত বদলানোর সময়ে অনেকটা ইচ্ছেকৃতভাবেই তাকে ধাক্কা দেন বিরাট কোহলি। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে।

যদিও বোর্ডার-গাভাস্কার ট্রফির এই টেস্ট মাঠে গড়ানোর আগে থেকেই নানান উত্তেজনা বিরাজ করছিল। এবার ২২ গজেও সেই দৃশ্য দেখা গেল। দুর্দান্ত ব্যাটিং করা অভিষিক্ত এই ওপেনারকে ধাক্কা দেন কোহলি। ইনিংসের দশম ওভার শেষে দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে কনস্টাসও আসছিলেন। এ সময়ে তাদের কাঁধে ধাক্কাধাক্কি হয়। এতে কনস্টাস কিছু একটা বলেও বসেন। কোহলিও তেড়ে যান। পরে আম্পায়ার এবং আরেক ওপেনার উসমান খাজা তাদের বিবাদ থামান।

রিপ্লেতে দেখা যায়, মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন কনস্টাস। অন্যদিকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে ধাক্কা মারেন কোহলি।

এ সময়ে ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এই কাজ করেছেন কোহলি। সাবেক এই ইংলিশ অধিনায়কের ভাষ্যমতে, ‘কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে।’  

ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারও বিষয়টি নিয়ে খুশি হতে পারেননি। তার মতে, দুজনেরই শাস্তির সম্ভাবনা আছে।

সুনীল গাভাস্কার বলছিলেন, ‘সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে দুজনেই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।’

এদিকে এ নিয়ে সবচেয়ে বেশি চটেছেন রিকি পন্টিং। ধারাভাষ্যকক্ষ থেকে তিনি বলেছেন, ‘বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। আমাকে বলতেই হচ্ছে, ওই পর্যায়ে ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায়, সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে, সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে (কোহলি) বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’

এদিকে বুমরাহকে ছক্কা হাঁকিয়ে নতুন কীর্তিও গড়েছেন কনস্টাস। ২০২১ সাল থেকে টেস্টে কোনো ব্যাটারই ভারতীয় এই স্পিডস্টারকে ওভার বাউন্ডারি হাঁকাতে পারেনি। সেই কৃতিত্বই নিজের করে নেন কনস্টাস। ৪ হাজার ৪৮৩ বল পর ফের ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ছক্কা হজম করলেন বুমরাহ। আর এই ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ এমসিজির প্রায় ৭৭ হাজার দর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App