×

খেলা

আলোচিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন ফখর জামান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

আলোচিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন ফখর জামান

ছবি: সংগৃহীত

   

বাবর আজমের পক্ষ নিয়ে টুইটের কারণে বিপাকে পড়েছিলেন পাকিস্তানের হার্ডহিডার ব্যাটার ফখর জামান। এ নিয়ে প্রথমে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি। আর দলের বাইরেও রয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

এবার দীর্ঘদিন পর বাবরের পক্ষে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই ওপেনার। তিনি স্বীকার করেন, এমন টুইট করা উচিত হয়নি। তিনি এটাও দাবি করেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।

সেই টুইট প্রসঙ্গে ফখর বলেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে, আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’

এই ওপেনার আরো বলেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম, বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’

তরুণ ক্রিকেটারদের সতর্ক করে ফখর বলেন, ‘আমি বুঝতে পারছি যে কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয়, যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যাঁ, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’ 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App