×

খেলা

সাকিবদের বিদায় করে ফাইনালে সাব্বির-মোসাদ্দেকরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ এএম

সাকিবদের বিদায় করে ফাইনালে সাব্বির-মোসাদ্দেকরা

ছবি: সংগৃহীত

   

৩৬২ দশমিক ৫ স্ট্রাইক রেটের ঝোড়ো ইনিংসে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলেছিলেন সাকিব আল হাসান। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে আলো ছড়াতে পারেননি লাল-সবুজের এই তারকা। একই ম্যাচে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নেন লাল-সবুজের আরেক প্রতিনিধি সাব্বির রহমান। তবে সাকিবের গল মারভেলসের বিদায়ঘণ্টা বাজিয়ে লঙ্কা টি-টেনের ফাইনালে জায়গা করে নিয়েছে মোসাদ্দেক-সাব্বিরদের বাংলা টাইগার্স হাম্বান্টোটা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯০ রান জড়ো করে গল। জবাবে বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স।

এদিন মভিন সুবাসিংহা ছাড়া গলের কেউই উজ্জ্বল ছিলেন না। তার ১৪ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে লড়াকু পুঁজি পেয়েছিল গল। ৯ বলে ১২ রান করেন সাকিব। যদিও আগের ম্যাচে মাত্র ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছিলেন সাবেক এই টাইগার দলপতি।

অন্যদিকে সাব্বির-মোসাদ্দেক দুজনই বাংলা টাইগার্সের একাদশে ছিলেন। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শাহজাদ সাজঘরে ফেরার পর ওয়ান-ডাউনে সাব্বিরকে পাঠানো হয়। তবে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ নিয়ে আউট হয়ে যান তিনি।

শূন্য রানে জোড়া উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল বাংলা টাইগার্স। তবে মারকুটে ব্যাটিংয়ে সেই চাপ এড়ান কুশল পেরেরা। ১০ বলে ২২ রান করে এই ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও জয়ের পথ বেশ সহজ করে যান। তার দেখানো পথে হেঁটে অনায়াসেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলা টাইগার্স। ৮ বলে ২০ রানের ইনিংসে অধিনায়ক দাসুন শানাকাও বড় অবদান রাখেন।

পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন মোসাদ্দেক। নেমেই বাউন্ডারি হাঁকান টাইগার এই ব্যাটার। তবে ফাইনাল নিশ্চিত হবার আগে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার।

উল্লেখ্য, লঙ্কা টি-টেনের প্রথম আসরের ফাইনালে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় বাংলা টাইগার্স হাম্বানটোটা ও জাফনা টাইটান্স মুখোমুখি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App