ভারতীয় দলে রোহিত-গম্ভীর দ্বন্দ্ব চরমে, বিস্ফোরক মন্তব্য পাক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি দাবি করেছেন, ভারতীয় দলে বিভাজন রয়েছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই দাবি করেন তিনি। একই সঙ্গে ভারত বুমরাহর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মনে করছেন তিনি।
অ্যাডিলেডে ১০ উইকেটে পরাজয়ের পর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বেশ বেকায়দায় ভারত। ব্রিসবেনেও আরো একবার সেই দুর্দশার ছবি ফুটে উঠেছে। বৃষ্টির আশীর্বাদে কোনমতে এই যাত্রায় পরাজয় এড়িয়েছেন রোহিতরা। আর এমন পরিস্থিতির মধ্যেই নতুন তত্ত্ব সামনে এনেছেন বাসিত। তিনি মনে করছেন, ভারতীয় দল দুটি ভাগে বিভক্ত হয়ে রয়েছে। শুধু তাই নয়, আলি মনে করছেন, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে দ্বিমত রয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, ‘রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যে মতের মিল নেই। সেটা শ্রীলঙ্কা সফর হোক, কিংবা বাংলাদেশের মতো দুর্বল সিরিজ বা নিউজিল্যান্ড সিরিজ। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট থেকেই তাদের মধ্যে বিভাজন আরো স্পষ্ট দেখা যাচ্ছে। রাহুল দ্রাবিড়ের মতো গম্ভীরের সঙ্গে একমত হতে পারছে না রোহিত।’
তিনি আরো বলেন, ‘আমি খুব সহজেই বিষয়টা বুঝিয়ে দিতে পারি। এখনও পর্যন্ত তিনটি টেস্টে তিনজন আলাদা স্পিনারকে খেলানো হয়েছে। প্রথম দুই টেস্টে তারা টসে জিতে ব্যাটিং করেছিল। কিন্তু গ্যাবায় তারা টসে জিতে বোলিং নিয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তিনজন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। তাহলে কেন ওয়াশিংটন বা অশ্বিনকে খেলানো হলো না? যে ক্রিকেট বোঝে সে ঠিকই বুঝবে বিষয়টা।’
ভারতের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বাসিতের মতে, ‘প্রথমে বল করার সিদ্ধান্ত কী ঠিক ছিল? আমার মতে একদমই না। ভারতীয় দল শুধু বুমরাহের উপর নির্ভরশীল। বাকি বোলাররা ঠিকভাবে পারফর্ম করতে পারছে না। আমি যদি বলি এটা বুমরাহ বনাম অস্ট্রেলিয়া তাহলেও ভুল হবে না। একই ভাবে হেড বনাম ভারত বললেও ভুল নয়। রোহিত, মর্নি না গম্ভীর-কেউ সমস্যার সমাধান করতে পারছে না। ভারতীয় দলে বাঁ-হাতি পেসার নেই। এটাই সমস্যার কারণ। আমরা শাহিন আফ্রিদি, মীর হামজার মতো বোলার দিয়ে হেডের মোকাবিলা করেছিলাম। কারণ, তাদের বোলিং আলাদা অ্যাঙ্গেল তৈরি করছিল। ঠিক সেই কারণে বুমরাহকে হেডকে রাউন্ড দ্য উইকেট বল করতে দেখা যাচ্ছে।’