বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

ছবি: সংগৃহীত
সেন্ট ভিনসেন্টে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। এমনকি বিপিএলের প্রথম ভাগও মিস করবেন টাইগার এই ওপেনার।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য। অ্যাম্বুলেন্স যোগে স্টেডিয়াম ছেড়ে টাইগার এই ব্যাটারকে সোজা হাসপাতালে যেতে হয়েছিল। সেখানেই তার আঙুলে পাঁচ সেলাই লেগেছে।
আঙুলের চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোটে শেষ টি-টোয়েন্টি আর মাঠে নামা হচ্ছে না সৌম্যের।
ক্যারিবিয়ানদের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল। তবে দ্রুত গতিতে আসা সেই বল হাতে জমাতে পারেননি সৌম্য। উল্টো আঙুলে চোট পান।
মূলত এক্স-রে'তে চোটের পরিস্থিতি বুঝতেই স্থানীয় হাসপাতালে তাকে নেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। এক্স-রে থেকে জানা গেছে, আগামী ৩-৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সৌম্য।
এদিকে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম অংশও মিস করবেন তিনি। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল। ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা পর্ব চলবে। আর পুরোপুরি সেরে না উঠলে সিলেট পর্বও মিস করবেন তিনি। এমনটা হলে রংপুর রাইডার্সের জার্সিতে চট্টগ্রামে তাকে দেখা যেতে পারে।