×

খেলা

হেডের পর স্মিথেরও সেঞ্চুরি, বুমরাহর ৫ উইকেটে লড়াই জমজমাট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

হেডের পর স্মিথেরও সেঞ্চুরি, বুমরাহর ৫ উইকেটে লড়াই জমজমাট

ছবি: সংগৃহীত

   

ট্রাভিস হেডের পর স্টিভেন স্মিথও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তবে গ্যাবায় অস্ট্রেলিয়ার বড় ইনিংস গড়ার পথে বাধা হয়ে দাঁড়ালেন সেই জাসপ্রিত বুমরাহ। একটা সময়ে মনে হচ্ছিল, রানের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে অজিরা, ঠিক তখনই ভারতকে ম্যাচে ফেরালেন বুমরাহ।

চতুর্থ উইকেটে ২৪১ রানের অবিচ্ছিন জুটি গড়েন হেড ও স্মিথ। দুই ব্যাটারই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান। এরপরই পাল্টা আঘাত হানেন বুমরাহ। প্রথমে ১০১ রানে স্মিথকে ফেরান। এরপর মিচেল মার্শও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। আর ১৫২ রানের মাথায় হেডকে ফিরিয়ে ভারতকে পুরোপুরি ম্যাচে ফেরান বুমরাহ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ ওভারে ৬ উইকেটে ৩২৭ অজিদের স্কোর। এর মধ্যে পাঁচ উইকেটই নিয়েছেন বুমরাহ।

এর আগে, ব্রিজবেনে মুষলধারে বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনে ১৩ দশমিক ২ ওভার খেলা হয়েছে। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি খেলোয়াড়রা। দিনের শুরু থেকেই আকাশ মেঘলা ছিল। তবে নির্ধারিত সময় খেলা শুরু হলে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে স্কোরবোর্ডে আর ৩ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। বুমরাহর দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন উসমান খাজা (২১ রান)। পরের ওভারে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকেও (৯) প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার।

দলীয় ৩৮ রানে জোড়া উইকেট হারানোর পর ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় অজিরা। নীতিশ রেড্ডির বলে কোহলির হাতে ক্যাচ দেন মার্নাশ লাবুশেন (১২)।

প্রথম ঘণ্টা ৩ ব্যাটারকে হারলেও দলীয় স্কোরশিট সচল রাখেন ট্রাভিস হেড। স্মিথকে নিয়ে প্রতিরোধ গড়েন এই ব্যাটার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে চা বিরতিও কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ২৩৪ রানে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। হেড ১১৮ বলে ১৩ চারে ১০৩ রানে ও স্মিথ ১৪৯ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App