৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ এএম
-675e45fc93f99.png)
ছবি: সংগৃহীত
জয় পেলেই বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে উঠে যেত রিয়াল মাদ্রিদ। কিন্তু সুবর্ণ সেই সুযোগ লুফে নিতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে ৩-৩ গোলে রুখে দিয়েছে রায়ো ভায়েকানো। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে যাওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে দলকে এগিয়ে নেন উনাই লোপেস। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল মুমিন। তবে দলকে দ্রুতই সমতায় ফেরান দুই মিডফিল্ডার ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যাম। এরপর রদ্রিগোর ‘খরা কাটানো’ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে ইসি পালাসনের গোলে ফের সমতায় ফেরে ভায়েকানো।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভায়েকানো। দে ফ্রুতোসের নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে জড়ান লোপেস।
এরপর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুমিন। পালাসনের দারুণ কর্নার কিক থেকে আড়াআড়ি হেডে লক্ষ্যভেদ করেন ঘানার এই ডিফেন্ডার।
তবে ২–০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রিয়াল। আক্রমণাত্মক ফুটবলে দ্রুতই ফল পায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৩৯তম মিনিটে গুলেরের পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান রিয়ালের উরুগুইয়ান ফরোয়ার্ড ভালভের্দে। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে রদ্রিগোর দারুণ ক্রসে দুর্দান্ত এক হেডে ঠিকানা খুঁজে নেন বেলিংহ্যাম।
বিরতির পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন রদ্রিগো, তাকে সহায়তা করেন গুলের। সেপ্টেম্বরের পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটাই প্রথম গোল।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৮ মিনিট পরই ইসি পালাজোনের গোলে ফের সমতায় ফেরে ভায়েকানো। শেষ পর্যন্ত ৩–৩ গোলের সমতা নিয়েই রিয়ালকে মাঠ ছাড়তে হয়।
১৭ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। নিজেদের পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তিনে নেমে যেতে হবে।