বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যা বললেন জাঙ্গু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
-675c04294600f.png)
আমির জাঙ্গু, ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে ১০ বছর পর ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই ম্যাচে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আমির জাঙ্গু। ম্যাচ শেষে অভিষেকেই এমন সাফল্যের রহস্য জানালেন জাঙ্গু।
জাঙ্গু বলেন, সত্যি বলতে, উইকেট খুব ভালো ছিল। সেজন্য ম্যাচের পরিস্থিতি কোন বিষয় ছিল না। প্রধান কোচ আমার কাছে এসেছিল এবং ইনিংস বিল্ড করার কথা বলেছিল। শুরুতে আমার শুধু স্ট্রাইক রোটেট করার প্রয়োজন ছিল। মাঝের ওভার গুলোতে ৫-৬ করে রান তোলার দরকার ছিল এবং সুযোগ পেলে বাউন্ডারি হাঁকানোর। সেটাই আমরা করেছি।
কার্টির সেঞ্চুরি না পাওয়া নিয়ে জাঙ্গু বলেন, সত্যি বলতে আমি আজকে ব্যাটিংয়ের সময় খুবই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট খুব ভালো ছিল, গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। আমি ফিফটি করার পর খুবই আত্মবিশ্বাসী ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে কেসি(কার্টি) সেঞ্চুরি পায়নি, কিন্তু সে দারুণ খেলোয়াড় এবং আজকে আমাদের জিততে সাহায্য করেছে।
অভিষেকে সেঞ্চুরি নিয়ে জাঙ্গু বলেন, এটা অসাধারণ অনুভূতি, অভিষেকে সেঞ্চুরি করা যে কারো জন্য স্বপ্নের মতো। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে এমন কিছু করতে চেয়েছিলাম, এটা সত্যিই অসাধারণ।