‘ডাক’ খেয়ে ৩ বলের মধ্যে ফিরলেন লিটন–তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
-675aee7c5833b.png)
ছবি: সংগৃহীত
ইনিংসের তৃতীয় ওভারে ৩ বলের ব্যবধানে জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ। আলজারি জোসেফের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম এবং ওয়ান-ডাউনে নামা লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯ রান। সৌম্যর সঙ্গে ব্যাটিংয়ে আছেন মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে আলজেরি জোসেফের প্রথম ওভারেই ক্যাচ তুলেছিলেন সৌম্য সরকার। তবে স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন ব্র্যান্ডন কিং। এতে শূন্য রানে ‘জীবন’ পান সৌম্য।
তবে জোসেফের পরের ওভারের দ্বিতীয় ডেলিভারিতে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন তামিম। রাদারফোর্ডকে সহজ ক্যাচ দিয়ে ৫ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর নিজের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন লিটন দাস। এজ হয়ে ২ বলে ০ করে ব্র্যান্ডন কিংয়ের হাতে স্লিপে ধরা পড়েন। এতে ৯ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।