×

খেলা

দলে থাকা ১৫ জনই সেরা বলছেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম

দলে থাকা ১৫ জনই সেরা বলছেন সাকিব

ছবি: সংগৃহীত

   

প্রথম ওয়ানডেতে বড় হারের পর দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার (১২ ‍ডিসেম্বর) মাঠে নামবে দু’দল। তার আগে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। জানিয়েছেন, ড্রেসিংরুমে ইতিবাচক থাকার কথা এবং স্কোয়াডে থাকা ১৫ জনই এই মুহূর্তে সেরা।

তানজিম সাকিব বলেন, ‘ড্রেসিংরুমে আমরা সব সময় চেষ্টা করি ইতিবাচক কথাবার্তা বলার। আমরা এখানে যে ১৫ জন এসেছি, আমরা বিশ্বাস করি এই ১৫ জনই সেরা। এই ১৫ জন যদি তাদের সেরাটা দিতে পারে, আমরা যে কোনো দিন যে কোনো দলের সঙ্গে জিততে পারব। আমরা কখনো এ রকম চিন্তা করি না, উনি নাই বা উনি থাকলে হয়তো একটু ভালো হতো। এ রকম মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা যারা আছি, তারাই চেষ্টা করি সর্বোচ্চটা দেয়ার।’ 

দ্বিতীয় ওয়ানডেতে হারের পেছনে ব্যাটিংয়ে বড় জুটি গড়তে না পারাকে দায়ী করলেন এই পেসার, ‘আপনি যদি দেখেন প্রথম ম্যাচে আমরা অসাধারণ ব্যাটিং করেছি। খুবই ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। আর এই (দ্বিতীয়) ম্যাচে আমার মনে হয় একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয়, ওই জায়গায় আমরা কলাপস করেছি। যদি আমরা ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম, ব্যাটাররা যদি আরেকটু জুটি বা কমিটমেন্ট নিয়ে ব্যাট করতো তাহলে হয়তো আরেকটু ভালো স্কোর করতে পারতাম।’

গত ম্যাচে দলের বিপর্যয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে রেকর্ড ৯২ রান করেন তানজিম সাকিব। তাদের জুটিই মূলত বাংলাদেশের পুঁজি দুইশ পার করে দেয়। সাকিব ক্যারিয়ারসেরা ৬২ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যেন ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো কাজ করে না যে, আমি একজন ভালো অলরাউন্ডার হবো বা এ রকম কিছু।’

সাকিব আরো বলেন, ‘আমি চেষ্টা করি, নিজের সর্বোচ্চটা দিয়ে ব্যাট করব– সেটা হতে পারে প্র্যাক্টিসে কিংবা ম্যাচেও। আজকে (গত মঙ্গলবার) একটা সুযোগ আসছে, আমি চেষ্টা করেছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেয়ার জন্য। আর নিজের স্ট্রং জোনে যে বলগুলো পেয়েছি, শট খেলার চেষ্টা করেছি।’

সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এটি মেহেদী হাসান মিরাজের দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। আগেই দুই ম্যাচ জিতে ১০ বছর পর টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়রা ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App