×

খেলা

ইতিহাস গড়েই সাকিব-মালিঙ্গা-সাউদিদের রেকর্ডে ভাগ বসালেন শাহিন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

ইতিহাস গড়েই সাকিব-মালিঙ্গা-সাউদিদের রেকর্ডে ভাগ বসালেন শাহিন আফ্রিদি

ছবি: সংগৃহীত

   

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা সুখকর হয়নি পাকিস্তানের। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। প্রোটিয়াদের ১৮৪ রানের জবাবে কেবল মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে ব্যাট হাতে লড়াই করেন। ৬২ বলে ৭৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত পাকিস্তানের আশা টিকিয়ে রেখেছিলেন তিনি। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। ১৭২ রানে থেমে যায় সফরকারীরা।

দল হারলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মোটে ২২ রান খরচায় তিন উইকেট শিকার করেন এই পেসার। এতে দারুণ এক কীর্তি ছুঁয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে তিন অঙ্কের কোটা ছুঁয়েছেন শাহীন।

শাদাব খান এবং হারিস রউফের পর তৃতীয় পাকিস্তানি পেসার হিসেবে এই কীর্তি গড়েন শাহিন। তবে ভিন্ন কারণে স্বদেশিদের থেকে ঢের এগিয়ে তিনি। প্রথম পাকিস্তানি বোলার হিসেবে তিন সংস্করণেই উইকেট শিকারে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতে মাত্র চতুর্থ বোলার হিসেবে তিন সংস্করণেই অন্তত ১০০ উইকেট নেওয়ার বিরল ক্লাবে ঢুকলেন পাকিস্তানি এই পেসার।

পুরো ক্রিকেট দুনিয়াতেই আগে এমন নজির কেবল তিনজনের ছিল। এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এই কীর্তিতে নাম লিখিয়েছেন।

শাহিনের এমন রেকর্ডের মাহাত্ম্য অবশ্য আরেক জায়গায় লুকিয়ে আছে। সবচেয়ে কম বয়সে এই ক্লাবে প্রবেশ করলেন তিনি। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দিনে তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত শাহীন ৩১ টেস্টে ১১৬টি উইকেট নিয়েছেন। এর বাইরে ৫৬ ওয়ানডেতে ১১২টি উইকেট শিকার করেছেন। আর টি-টোয়েন্টিতে তো মঙ্গলবারই রেকর্ড বইয়ে নাম উঠালেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App