সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যর্থ সৌম্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
-675847e0d045d.png)
সৌম্য সরকার
ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অভিষিক্ত মারকুইনো মাইন্ডলির করা তৃতীয় ওভারে চড়াও হয়েছিলেন তানজিদ। দুই ছক্কা আর এক চারে ১৮ রান নেন এই ওপেনার।
দারুণ শুরুর পরের ওভারেই ছন্দপতন ঘটে লাল-সবুজ শিবিরে। জেইডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দেন সৌম্য। সহজ ক্যাচ নেন গুড়াকেশ মোতি। ফেরার আগে ৫ বলে ২ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের রান ২৮। তানজিম ১৫ বলে ২৫ রানে এবং লিটন ৪ বলে ১ রানে ক্রিজে আছেন।
এর আগে, সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজ বাঁচানোর ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।