মেসির ওপর ক্ষুব্ধ, যা জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
পিএসজি ছেড়ে এখন আলাদা ঠিকানায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে খুঁটি পুঁতেছেন ফরাসি ফরোয়ার্ড। পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণের লক্ষ্য তার। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন ফরাসি এই সুপারস্টার। তবে সেই অর্থ এখনও স্প্যানিশ ক্লাবটিতে মানিয়ে নিতে পারেননি এমবাপ্পে। যে কারণে বারবার সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
তবে সব বাধা কাটিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চান এমবাপ্পে। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও খোলাসা করেছেন।
এমবাপ্পে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয়, আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত তারা (পিএসজি) যেন চ্যাম্পিয়নস লিগ না জেতে। কারণ, আমি নিজে সেটা আগে জিততে চাই। আশা করি, তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে। তবে এখন না জিতুক, (আগে) আমাকে এটা জিততে হবে।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর মেসির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন ফরাসি এই তারকা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে। কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরো কাছাকাছি এনেছিল।’
এমবাপ্পে আরো বলেন, ‘আমি তার (মেসি) কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’