ফিফটির পর ফিরলেন তানজিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

তানজিদ হাসান তামিম, ছবি: সংগৃহীত
দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৬০ রান করে থামলেন তামিম। এতে মিরাজের সঙ্গে তার ৯৭ বলে ৭৯ রানের জুটিও ভাঙল।
এর আগে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।
তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।
একই পথে হাঁটেন লিটন দাসও। নিশ্চিত জীবন পাওয়া উইকেটকিপার এই ব্যাটার রোমারিও শেফার্ডের লাফিয়ে উঠা বলে খোঁচা মারতে গিয়ে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।