ভালো শুরুর পর ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

সৌম্য সরকার, ছবি: সংগৃহীত
আলজারি জোসেফের করা পঞ্চম ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন। প্রথমটা ফাইন লেগ, পরেরটা কাভার দিয়ে। মনে হচ্ছিল, দিনটা নিজের আভায় রাঙাবেন সৌম্য সরকার। কিন্তু হলো কই! এই ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের বাঁ-হাতি এই ওপেনার। ফেরার আগে ৩ চারে ১৮ বলে ১৯ রান করেন তিনি।
রবিবার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।
তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।