বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ৫০ ক্রিকেটারের!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নো-অবজেকশন সার্টিফিকেট (এওসি) নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বোর্ডের বিরুদ্ধে প্রায় ৫০ জন ইংলিশ ক্রিকেটার বিদ্রোহ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে! সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’। পরে ‘ইএসপিএনক্রিকইনফো’ দ্বারা নিশ্চিত করা হয়।
‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ৫০ জন শীর্ষ ইংলিশ ক্রিকেটার আসন্ন দ্য হান্ড্রেড টুর্নামেন্ট বয়কট করার কথা ভাবছেন। যাকে 'বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেতে ইসিবির এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ' বলা হচ্ছে।
এর আগে ইসিবির নতুন নিয়মে বলা হয়, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না এমন ক্রিকেটাররা সাদা বলের ঘরোয়া টুর্নামেন্টও যাতে বাদ না দিয়ে বসেন। কিন্তু ওই সময়েই আইপিএল এবং পিএসএল অনুষ্ঠিত হবে।
এমন পরিস্থিতিতে অন্তত ৫০ জন ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, যা এই টুর্নামেন্টের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
টেলিগ্রাফের প্রতিবেদনে এক সূত্র জানান, ‘নীতিগতভাবে ক্রিকেটাররা আসলেই শক্ত অবস্থান নিতে যাচ্ছেন, যা তাদের অনুভূতির জানান দিচ্ছে। যখন আর্থিক বিষয় চলে আসে, তখন ডোমিনো ইফেক্ট (ছোট ঘটনা থেকে ধারাবাহিকভাবে বড় ঘটনায় মোড় নেওয়া) দেখা দিতে পারে।’
এর আগে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছিলেন, ‘আমরা আমাদের খেলার প্রতি সততা এবং ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া টুর্নামেন্টের শক্তি-সামর্থ্য বজায় রাখতে চাই। এই নিয়মে ক্রিকেটার ও কাউন্টি ক্লাবগুলোকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি বা ছাড়পত্র) দেওয়ার বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। বাইরের দেশে খেলার অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের টুর্নামেন্টও ঠিক রাখার ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য। যাতে কেউ আমাদের ঘরোয়া টুর্নামেন্টকে কোনোভাবেই ছোট না ভাবে।’
এখন দেখার বিষয়, বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে এই জটিলতা কীভাবে সমাধান হয় এবং দ্য হান্ড্রেডের ভবিষ্যৎ-ও কেমন হবে।