×

খেলা

দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত রোহিত শর্মার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত রোহিত শর্মার

রোহিত শর্মা, ছবি: সংগৃহীত

   

বোর্ডার-গাভাস্কার সিরিজের গোলাপি বলের টেস্ট দিয়ে ফের দলে ফিরছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে চিরচেনা ইনিংসের গোড়াপতনে তাকে দেখা যাবে না। দীর্ঘ কয়েক বছর পর ওপেনিং পজিশন ছেড়ে মিডল-অর্ডারে খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার দাবি, ‘দলের স্বার্থে সিদ্ধান্তটা নিতেই হতো।’

এদিকে ইনজুরির কারণে শুভমান গিলও সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি। তিনিও দ্বিতীয় টেস্টে ফিরছেন। এই দুই ওপেনার না থাকায় প্রথম টেস্টে কে এল রাহুল ওপেনিং করেছিলেন। তাই রোহিত-গিল ফিরলে, রাহুল খেলবেন কোথায়; এমন প্রশ্ন থেকেই যাচ্ছিল। তবে অধিনায়ক রোহিত সবটা পরিষ্কার করেছেন। তার মন্তব্য, ওপেনিংয়ে জয়সওয়াল ও কেএল রাহুলের জুটিকে বিরক্ত করবেন না তিনি। মিডল-অর্ডারের কোন এক জায়গায় ব্যাটিং করবেন তিনি। তবে সেই জায়গা এখনো ঠিক হয়নি।

অন্যদিকে দ্বিতীয় টেস্টে দেবদূত পাডিক্কাল তিনে ব্যাটিং করেছিলেন। রোহিত ফেরায় তিনিও একাদশ থেকে জায়গা হারাচ্ছেন। একইভাবে ছয়ে ব্যাট করা ধ্রুব জুরেলও একাদশে জায়গা হারাতে যাচ্ছেন। এর অর্থ রোহিত ও গিলের জন্য তিন ও ছয় ব্যাটিং-অর্ডার ফাঁকা হচ্ছে। ফলে গিলের জন্য ৩ নম্বর ব্যাটিং-অর্ডার ছেড়ে দিতে পারেন রোহিত। কেননা, ওই পজিশনে গিল বেশ পরীক্ষিত।

সেক্ষেত্রে ৬ নম্বরে রোহিতকে ব্যাট করতে হতে পারে। তবে ভারতের সংবাদমাধ্যমের দাবি, ৫ নম্বরে ব্যাটিং করবেন রোহিত। আর ৬ নম্বরে ঋষভ পান্তকে খেলানো হবে। এক্ষেত্রে সাতে বিশেষজ্ঞ বোলার খেলানো হতে পারে। অলরাউন্ডার নীতিশ রেড্ডি একাদশে থাকলে তিনিই ওই পজিশনে খেলতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App