‘আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

তাসকিন আহমেদ, ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে জাদু দেখিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজের দুই টেস্ট মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন এই পেসার। এমন সাফল্যের পর সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এরপর সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেন তাসকিন
টাইগার এই পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।’
সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন। তার ভাষ্যমতে, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
তাসকিন আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’