×

খেলা

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে কে এই জাঙ্গু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে কে এই জাঙ্গু

ছবি: সংগৃহীত

   

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এরপরই ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। সোমবার সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকঘণ্টা পর স্বাগতিকরাও দল ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা। অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস সেই দলে আছেন। ফলে, প্রায় ১০ মাস পর জাতীয় দলে ফিরলেন এই বোলিং অলরাউন্ডার। গেল মাসে রিজিওনাল সুপার-৫০ কাপে ১৩৩ দশমিক ৬৬ গড়ে ৪০১ রান করেন গ্রিভস।

তবে গ্রিভস নন, ক্যারিবিয়ানদের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক আমির জাঙ্গু। প্রথমবারের মতো আমির জাঙ্গুকে স্কোয়াডে ডাকা হয়েছে। এখনও অভিষেকের স্বাদ না পেলেও দেশটির ক্রিকেটে বেশ আলোচনায় জন্ম দিয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন উইকেটরক্ষক এই ব্যাটার। এতে জাতীয় দলে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি। 

এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন। একটি সেঞ্চুরিও আছে।

জাতীয় দলে ডাক পাওয়ার পর স্থানীয় দৈনিক দ্য এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন জাঙ্গু। বাঁ-হাতি এই ব্যাটারের ভাষ্য, ‘স্বপ্ন সত্যি হলো। প্রথম যেদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি, সেদিন থেকেই তো এমন কিছু চেয়েছি। মাত্রই শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটই তো সবার ওপরে, এখানে টিকে থাকাটাই সবকিছু।’

এদিকে শুধু ৫০ ওভারেই নয়, ঘরোয়া চারদিনের টুর্নামেন্টের সবশেষ আসরে দুর্দান্ত ছিলেন জাঙ্গু। একটি ডাবল সেঞ্চুরিসহ ১০০ গড়ে ৮ ইনিংসে ৫০০ রান করেন তিনি। শুধু ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দুই সদস্য মিকাইল লুই (৬৮২), ক্রেইগ ব্রাফেট (৫৬৫) ও কেভিন সিনক্লেয়ারের (৫০৮) তার চেয়ে বেশি রান ছিল।

২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। তবে এতদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু ২০২৪ সালে এসে ঘুরে দাঁড়িয়েছেন। 

এ নিয়ে জাঙ্গু বলেন, ‘এই বছরটা শুরুর আগেই চিন্তাভাবনা শুরু করলাম, নিজের খেলা বিশ্লেষণ করলাম, চিহ্নিত করলাম নিজের শক্তি ও দুর্বলতার জায়গা। এরপর ভাবলাম কীভাবে উন্নতি করা যায় আর সেই অনুযায়ী কাজ শুরু করলাম। ফল তো হাতেনাতেই পেলাম, নিজেকে এখন আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড় মনে হচ্ছে।’

এদিকে ক্যারিবিয়ানদের সাদা বলের দলের কোচ ড্যারেন স্যামি বিশ্বাস করেন, দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন জাঙ্গু ও গ্রিভস। 

এ প্রসঙ্গে ড্যারেন স্যামি বলেছেন, ‘গ্রিভস ব্যাটিংক্রমের শীর্ষ ছয়ের যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। তার অন্তর্ভুক্তিকে দল সত্যিকারের একজন অলরাউন্ডার পেল। আর সুপার৫০ টুর্নামেন্টে জাঙ্গুর ব্যাটিং দেখিয়েছে, সে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করতে পারে।’

টেস্ট সিরিজ শেষে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ানডে ম্যাচগুলো হবে।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App