এবার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

তামিম ইকবাল
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে তামিম ইকবাল। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন এই ওপেনার। এবার ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট-বিগ ক্রিকেট লিগে (বিসিএল) জায়গা করে নিয়েছেন তিনি। ড্রাফটে বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ ৮৯ হাজারে (১৫ হাজার ডলার) তামিমকে কিনেছে এমপি টাইগার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ড্রাফট থেকে তামিমের দল পাওয়ার কথা জানিয়েছে বিগ ক্রিকেট লিগ। যেখানে তামিমের সতীর্থ হিসেবে দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা আছেন। এর মধ্যে ৫ লাখ রুপিতে দল পেয়েছেন জতিন।
এই টুর্নামেন্টে ৬টি দল খেলবে। এমপি টাইগার্সের পাশাপাশি টুর্নামেন্টের অন্য ৫ দল হলো- সাউদার্ন স্পারটান্স, রাজস্থান রেগালস, নর্দার্ন চ্যালেঞ্জার্স, ইউপি ব্রিজ স্টার্স ও মুম্বাই মেরিনস। তবে টুর্নামেন্টটি কবে শুরু হবে, তা এখনো জানা যায়নি।
২০২৪ সালে তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জয় করে ফরচুন বরিশাল। সেই টুর্নামেন্টে তিন অর্ধশতকে সর্বোচ্চ ৪৯২ রান করেন তামিম। গড় ছিল ৩৫ দশমিক ১৪ এবং স্ট্রাইক রেট ১২৭ দশমিক ১৩। আসন্ন বিপিএলের (৩০ ডিসেম্বর ২০২৪ - ৭ ফেব্রুয়ারি ২০২৫) জন্য এবারো তাকে ধরে রেখেছে বরিশাল।