×

খেলা

ফিরেই পুরোনো রূপে উইলিয়ামসন, সাকিবকে মনে করালেন বশির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

ফিরেই পুরোনো রূপে উইলিয়ামসন, সাকিবকে মনে করালেন বশির

ছবি: সংগৃহীত

   

মাত্র ৭ রানের জন্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে সেঞ্চুরি মিস করেছেন কেইন উইলিয়ামসন। তার আক্ষেপের পর ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান করেছে নিউজিল্যান্ড।

এদিন কিউইদের বিপক্ষে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নজির স্পর্শ করেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির। ক্রাইস্টচার্চের ভেন্যুতে দ্বিতীয় স্পিনার হিসেবে ইনিংসে ৪ উইকেট নেন বশির। 

এর আগে, ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ দশমিক ৪ ওভারে ৫০ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এই ইনিংসে আর একটি উইকেট পেলেই ক্রাইস্টচার্চে প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন বশির।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বলে ২ রানে সাজঘরে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে।

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার টম ল্যাথাম এবং উইলিয়ামসন। ৬ চারে ৫৪ বলে ৪৭ রান করে ইংল্যান্ডের পেসার ব্রান্ডান কার্সের শিকার হন ল্যাথাম। 

ল্যাথামের পর রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের সাথে আরো দুটি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন উইলিয়ামসন। রাচিনের সাথে ৬৮ ও মিচেলকে নিয়ে দলকে ৬৯ রান উপহার দেন উইলিয়ামসন। রাচিন ৩৪ ও মিচেল ১৯ রানে থামলেও ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন উইলিয়ামসন। কিন্তু ৬ বছর পর নব্বইয়ের ঘরে পা রেখে ৯৭ রানে আউট হন তিনি। 

অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলিকে ক্যাচ দেন উইলিয়ামসন। ১০৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার নব্বইয়ের ঘরে আউট হলেন উইলিয়ামসন। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানে থেমেছিলেন ডানহাতি এই ব্যাটার। 

দলীয় ২২৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উইলিয়ামসন ফেরার পর নিউজিল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেন বশির। নিয়মিত বিরতিতে টম ব্লান্ডেলকে ১৭, ন্যাথান স্মিথকে ৩ ও ম্যাট হেনরিকে ১৮ রানে আউট করেন বশির। এতে ২৯৮ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড।

নবম উইকেটে জুটিতে নিউজিল্যান্ডের রান তিনশ পার করেন গ্লেন ফিলিপস ও টিম সাউদি। তাদের ২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ফিলিপস ৪১ ও সাউদি ১০ রানে অপরাজিত আছেন।

বশির ৬৯ রানে ৪টি ও অ্যাটকিনসন-কার্স দুটি করে উইকেট নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App