অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৪৬ বছরের রেকর্ড ভাঙল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত
জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে পার্থে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছিল ভারত। সোমবার (২৫ নভেম্বর) চতুর্থ দিনের তৃতীয় সেশনে সেই মহেন্দ্রক্ষণের দেখা পেয়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানে থেমেছে অস্ট্রেলিয়া। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। ফলে দীর্ঘ ১৬ বছর পর পার্থে টেস্ট জিতল কোহলি-রাহুলরা। পাশাপাশি পাঁচ ম্যাচের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
এই জয়ে অজিদের বিপক্ষে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড এটি। এর আগে, ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২২২ রানে হারিয়েছিল ভারত।
ভারতের পাহাড়সমান ৫৩৪ রানের জবাবে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অজিরা। চতুর্থ দিনে নবম ওভারেই উসমান খাজাকে হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে হেডের সঙ্গে ৬২ রান যোগ করেন স্মিথ। তবে সিরাজের বলে ৬০ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। ফলে, ৫ উইকেট হারিয়ে ১০৪ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় স্বাগতিক দল।
এরপর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই তাদের প্যাভিলিয়নের পথ দেখায় সফরকারীরা। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পান্তের ক্যাচ বানিয়ে ফেরান বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেন নীতিশ।
এরপর স্টার্ক-লায়নকে ফেরান ওয়াশিংটন সুন্দর। কিন্তু শেষ উইকেটে অজিদের হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। ইনিংসের ৫৯তম ওভারের চতুর্থ ডেলিভারিতে ক্যারিকে বোল্ড করেন রানা। ২৯৫ রানের এই জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৩ উইকেট নেন বুমরাহ। সবমিলিয়ে ৭২ রান খরচায় ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডানহাতি এই পেসার।