দুই সেশনও টিকতে পারেনি ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

ছবি: সংগৃহীত
পার্থে অস্ট্রেলিয়ান পেসারদের গতি আর বাউন্সে স্রেফ উড়ে গেছে ভারত। জশ হ্যাজেলউড-মিচেল স্টার্কদের সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন ম্যান ইন ব্লুরা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ফলে, দুই সেশনও টিকতে পারেনি ভারত। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। অন্যদিকে অজিদের হয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট নেন হ্যাজেলউড।
শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ৮ বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি জয়সওয়াল। তরুণ এই ওপেনার দ্রুতই ফেরায় উদ্বোধনী জুটিতে মাত্র ৫ রান তুলে পারে সফরকারীরা।
আরেক তরুণ দেবদূত পাডিক্কালও ডাক খেয়েছেন। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি টপ-অর্ডার এই ব্যাটার।
১৪ রানে জোড়া উইকেট হারানোর পর বিপদ আরো বাড়িয়েছেন বিরাট কোহলি। কিছুতেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না দীর্ঘ ধরে অফফর্মে থাকা টপ-অর্ডার এই ব্যাটার। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন লোকেশ রাহুল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি। ওপেনিং নামা এই ব্যাটার থেকে ৭৪ বলে ২৬ রান এসেছে।
এরপর টপ-অর্ডারের দেখানো পথেই হেঁটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটনরা। তবে মিডল-অর্ডারে ঋষভ পান্ত ও নীতিশ ব্যতিক্রম ছিলেন। দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন তারা। কিন্তু ৩৭ রান করে পান্ত প্যাভিলিয়নে ফেরার পর আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হন নীতিশ।