সাকিব-মুশফিককে না পাওয়া নিয়ে যা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
ব্যাট-বল হাতে সেরা পারফরমেন্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করার লক্ষ্য নিয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে পাবে না টাইগাররা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ঘোষণা দিয়েছিলেন সাকিব। কিন্তু ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে জনগণের ক্ষোভের কারণে ইচ্ছা পূরণ হয়নি সাকিবের। তার অভাব বোধ করবে দল।
ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক শান্ত ও মুশফিক। শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজের ভাষ্য, ‘আপনি যেমনটা বললেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয়, দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।’
সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন, ‘এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কাজটা কঠিন। কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।’