শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

ছবি: সংগৃহীত
আগামী শুক্রবার (২২ নভেম্বর) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টেস্ট খেলবে ভারত। তবে পাঁচ ম্যাচের এই সিরিজ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে রোহিত শর্মার দল। চোটের কারণে এই সিরিজ থেকেই ছিটকে গেছেন খলিল আহমেদ। অনুশীলনে চোট পেয়েছিলেন এই পেসার।
চোটের কারণে খলিলকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিবর্তে রিজার্ভে থাকা ইয়াশ দয়ালকে মূল স্কোয়াডে নেওয়া হয়েছে।
বর্তমানে 'এ' দলের হয়ে ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন দয়াল। সেখান থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরছেন এই পেসার। সংবাদ সংস্থা পিটিআই'কে এমনটাই জানিয়েছেন, বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
তার ভাষ্য, মিচেল স্টার্ককে সামলানোর জন্য নেটে একজন বাঁহাতি পেসার প্রয়োজন ভারতের। সেই কারণে বাঁ-হাতি পেসার খলিলের বদলে একজন বাঁ-হাতি পেসারকেই আনা হয়েছে। সাউথ আফ্রিকায় ভারত 'এ' দলের হয়ে খেলার কথা ছিল দয়ালের। কিন্তু খলিল যদি বল করতে না পারে, তা হলে ওকে অস্ট্রেলিয়ায় রেখে কী লাভ?
ভারতের হয়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি দয়ালের। সবশেষ বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েও একাদশে জায়গা হয়নি তার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও একাদশে সুযোগ দেওয়া হয়নি তাকে।