প্রেসিডেন্ট হয়ে গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানাবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে স্মরণকালের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ কাতার বিশ্বকাপে শেষ আট থেকেই বিদায়ঘণ্টা বেজেছিল তাদের। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ ছেড়েছিলেন তিতে। এরপর অন্তবর্তীকালীন কোচ হিসেবে বেশকিছু ম্যাচে সেলেসাওদের দায়িত্ব সামলেছিলেন ফার্নান্দো দিনিজ।
সে সময়ে এ-ও গুঞ্জন রটে, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনাও নাকি চূড়ান্ত ছিল। তবে সব ছল্পনা-কল্পনা ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন আনচেলত্তি।
এরপর সেলেসাওদের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। ব্রাজিল শিবিরে তার শুরুটা ভালো হলেও ক্রমেই ধারাবাহিকতা হারায় লাতিন আমেরিকার দেশটি। কোপা আমেরিকার ৪৮তম আসরে ব্যর্থতার পাশাপাশি ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও বেশ ধুঁকছে সেলেসাওরা।
এদিকে এমন বাজে পরিস্থিতির মধ্যেও নতুন সংবাদ এসেছে। এতে আমূল বদলে যেতে পারে দেশটির ফুটবল। শুধু কোচই না, সিবিএফের ভেতরেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, সিবিএফের সভাপতি হতে আগ্রহী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সেইসঙ্গে ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে সেলেসাওদের শিবিরে ভেড়াতে চান তিনি। এজন্য আগামী বছর সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো।
২০২৬ সালের মার্চে বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে। তবে ২০২৫ সালেই সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, আবারো নির্বাচনে লড়বেন রদ্রিগেজ। তবে রোনালদো শেষমেশ নির্বাচনে এলে পাল্টে যেতে পারে সব হিসাব-নিকাশ।