×

খেলা

মাইলফলকের ম্যাচে মিরাজের যত রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

মাইলফলকের ম্যাচে মিরাজের যত রেকর্ড

মেহেদী হাসান মিরাজ

   

আন্তর্জাতিক ওয়ানডেতে লাল-সবুজের ১৭তম অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের যাত্রা হয়েছে। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই গুরুভার পেয়েছেন মিরাজ। একইসঙ্গে এই ম্যাচটি তার শততম মাইলফলক ওয়ানডে। তবে নেতৃত্ব দিতে নেমে ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়েন মিরাজ। ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। এদিন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৪৫ রানে জুটি গড়েন মিরাজ।

বাংলাদেশের পঞ্চম অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি করেন মিরাজ। এ তালিকায় সবার ওপরে শান্ত। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে ৭৬ রান করেন তিনি। এর আগে, ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ৬৬ রান করেন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া হাবিবুল বাশার সুমন (৬১) ও সাকিব আল হাসান (৫৪) অভিষেক ওয়ানডেতে ফিফটি করেছিলেন।

এ ছাড়া তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম ওয়ানডেতেও ফিফটি ছুঁয়েছেন মিরাজ। এর আগে, ২০১১ সালে মুশফিকুর রহিম (৬৯) ও ২০০৭ সালে হাবিবুল বাশার (৫৭)  মাইলফলক এই ম্যাচ খেলেছিলেন।

এদিকে বিব্রতকর এক রেকর্ডও গড়েন মিরাজ। ১০৬ বলে ফিফটি করেন তিনি। যা বাংলাদেশি কোনো ব্যাটারের ওয়ানডেতে সবচেয়ে ধীরগতির হাফ-সেঞ্চুরি। এতদিন হাফ-সেঞ্চুরির রেকর্ডটি জুনায়েদ সিদ্দিকীর দখলে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App