×

খেলা

ফর্মে ফিরতে বাবরকে যে পরামর্শ দিলেন পন্টিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:০০ এএম

ফর্মে ফিরতে বাবরকে যে পরামর্শ দিলেন পন্টিং

রিকি পন্টিং ও বাবর আজম

   

মাঠের ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাবর আজমের। বেশ কয়েকদিন ধরেই প্রত্যাশা অনুযায়ী, পারফর্ম করতে পারছেন না টপ-অর্ডার এই ব্যাটার। যে কারণে সম্প্রতি সাদা বলের ক্রিকেটের নেতৃত্বও ছেড়েছেন। আর লাল বলে তাকে তো স্কোয়াডেই রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাজে সময় কাটিয়ে ফর্মে ফেরার জন্য বিরাট কোহলিকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রিকি পন্টিং।

ক্যারিয়ারের একপর্যায়ে কিং কোহলিও রান খরায় ভুগেছেন। সে সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে হাতে-নাতে সুফলও পেয়েছেন। ফের চিরচেনা ছন্দে ফেরেন বিশ্বকাপজয়ী এই তারকা। 

এ প্রসঙ্গে পন্টিং বলেন, আপনি বাবরের রেকর্ড-পরিসংখ্যান দেখে, বিরাট কোহলির উদাহরণ টানতে পারেন। রেকর্ড বলবে বিরাট কোহলি ঘুরে দাঁড়িয়েছে। এটা শুধু হয়েছে, তার সাময়িক বিরতির জন্য। সে খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, কিছুদিনের জন্য সতেজ হওয়ায় জন্য এবং নিজেকে গুছিয়ে নেয়ার জন্য।

অজি এই কিংবদন্তি মনে করেন, বাবরের বড় চ্যালেঞ্জ টেস্টে ফেরা। এজন্য পিসিবিকে উপায় খুঁজে বের করার পরামর্শও দিয়েছেন তিনি।

পন্টিং বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সে কীভাবে দলে ফেরে। তাদের খুঁজে বের করতে হবে, বাবর কীভাবে নিজের সেরা ফর্মে ফিরবে এবং টেস্ট দলে কীভাবে ফেরানো যায়।

তিনি যোগ করেন, বাবরের ঠিক এটাই দরকার হতে পারে। বাবরকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে এবং ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ করতে হবে। তার কিট ব্যাগ কিছুদিনের জন্য লক করে রাখা উচিত এবং অন্যকিছু নিয়ে চিন্তা করা উচিত। তারপর আবারো সে উদ্যম নিয়ে ফেরত আসবে। কারণ, আমরা জানি সে কতটা ভালো। আশা করি, তার ক্যারিয়ারের বাকি অংশে আবার সেটা দেখতে পাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App