সানজামুলের ফাইফারে রাজশাহীর নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

সানজামুল ইসলাম
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৬ উইকেট শিকার করে দ্বিতীয় ইনিংসে বরিশালকে ১৩৭ রানে গুঁটিয়ে দেন সানজামুল ইসলাম। জবাবে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
১০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বরিশাল। তবে দিনের শুরুতেই বরিশালকে চেপে ধরেন ওয়ালিদ ও সানজামুল। তাদের তোপে ৩৩ রানেই ৪ উইকেট খুইয়ে ফেলে বরিশাল।
পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন তাসামুল হক ও আদিল বিন সিদ্দিক। তবে আদিলকে প্যাভিলিয়নে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়ালিদ।
এরপর তাসামুলও দ্রুতই বিদায় নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করা এই ব্যাটারকে ফেরান সানজামুল। এরপর রাজশাহীর বোলারদের সামনে কেউই দাঁড়াতে পারেননি। ফলে ৫০ দশমিক ১ ওভারে ১৩৭ রান করে অলআউট হয়ে যায় বরিশাল।
রাজশাহীর হয়ে ৬ উইকেট শিকার করেন সানজামুল। এ ছাড়া ৩ উইকেট নেন ওয়ালিদ। এর আগে, প্রথম ইনিংসে ২০৫ রান করেছিল বরিশাল।
প্রথম ইনিংসে ৭০ রানে এগিয়ে থাকায় রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৭ রান। জবাবে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়েই ৬৮ রান সংগ্রহ করে ফেলে রাজশাহী।
বরিশালের পক্ষে দুটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।