×

খেলা

মাঠে ফিরেই নতুন ইনজুরি, যা জানালেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

মাঠে ফিরেই নতুন ইনজুরি, যা জানালেন নেইমার

নেইমার জুনিয়র

   

ইনজুরি কাটিয়ে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। গেল বছরের অক্টোবরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। চলতি বছরের অক্টোবরে আল-হিলালের জার্সিতে মাঠে ফিরেছিলেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। তবে দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নেমেই নতুন ইনজুরি পড়েন তিনি। ৩০ মিনিট থেকেই এই ব্রাজিলিয়ান তারকাকে মাঠ ছাড়তে হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এস্তেগলালের বিপক্ষে এই ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সতীর্থের দেওয়া পাস প্রতিপক্ষের বক্সে লাফিয়ে পা বাড়িয়ে ধরতে গিয়েছিলেন তিনি। সে সময়ই পায়ে ব্যথা পান। তাৎক্ষণিকভাবে জানা যায়, ঊরুর মাংসপেশিতে টান পেয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছিল, ফের নতুন কোন বড় ইনজুরিতে পড়েছেন নেইমার। এমনটা হলে মাঠে ফিরতে আবারো কয়েক মাস সময় লাগতো। তবে আশার সংবাদ দিয়েছেন আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা। বড় কোন ইনজুরিতে পড়েননি বলেও জানিয়েছেন তিনি। 

ইনস্টাগ্রামে নেইমার লেখেন, ‘আশার কথা হলো, এটা বড় কোন ইনজুরি নয়। এক বছর পর মাঠে নেমেছি, এমনটা হতেই পারে। চিকিৎসক এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছিলেন। সুতরাং আমাকে সতর্ক হয়ে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।’ 

জানা গেছে, কিছুদিনের বিশ্রাম পেতে যাচ্ছেন নেইমার। তাই সৌদি প্রো লিগে আল-হিলালের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে ফিট হওয়া সাপেক্ষে আগামী ২৬ নভেম্বর মাঠে দেখা যেতে পারে তাকে। সেদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-সাদের বিপক্ষে নামবে নেইমারের দল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App