×

খেলা

শ্রীলঙ্কার কাছে হেরেও সুপার এইটে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

শ্রীলঙ্কার কাছে হেরেও সুপার এইটে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানকে ৩৪ রানে হারিয়ে ভালো শুরু হয়েছিল বাংলাদেশের। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরেছে ইয়াসির আলী রাব্বির দল। 

শুক্রবার (১ নভেম্বর) হংকংয়ের মংককে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১০৮ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে ১৮ রানে হারলেও ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে উঠেছে টাইগাররা। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত।

১০৮ রান তাড়ায় নেমে প্রথম ওভারেই অধিনায়ক ইয়াসির আলীকে হারায় বাংলাদেশ। ২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির। এরপর দলের হাল ধরেছিলেন জিসান আলম এবং মোহাম্মদ সাইফউদ্দিন। শুরুর দিকে কিছুটা ধীরে এগোলেও ক্রমেই আগ্রাসী হয়ে উঠেন তারা।তবে আগের ম্যাচের মতো অতিমানবীয় কিছুই করতে পারেননি জিসান। ১৩ বলে ২৭ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত উইকেটে থাকলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি সাইফউদ্দিন। তার ১৭ বলে ৪২ রানের হার না মানা ইনিংস দলের জয় নিশ্চিত করতে পারেনি। শেষমেশ নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করে থামে বাংলাদেশ।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিহুরু মাদুশঙ্কা। এ ছাড়া থানুকা দাবারে ১২ বলে ৩২ এবং ৬ বলে ১৮ রান করেন সান্দুন। বাংলাদেশের হয়ে এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন জিসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App