×

খেলা

জিসান-সাইফউদ্দিনের তাণ্ডবে বড় জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

জিসান-সাইফউদ্দিনের তাণ্ডবে বড় জয় বাংলাদেশের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

   

হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ১৪৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর জিসান ও সাইফের দুর্দান্ত বোলিংয়ে ওমানকে অল্পতেই গুড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

শুক্রবার (১ নভেম্বর) হংকংয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। ইনিংসের প্রথম ওভারে ৩ ছক্কা হাঁকান জিসান। পরের ওভারে ৪ ছক্কা হাঁকান বিধ্বংসী জিসান। এতে দুই ওভারেই পঞ্চাশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।

তৃতীয় ওভারে ২ ছক্কা ও এক চারে ২১ রান তোলেন রাব্বি ও জিসান। এতে ১২ বলে ফিফটি করে রিটায়ার্ড হন জিসান।  

এরপর ক্রিজে এসে এক ওভারে ৪ ছক্কা ও দুই বাউন্ডারিতে ৩২ রান তোলেন সাইফউদ্দিন। পরের ওভারেও সমান দুটি করে চার ও ছক্কায় ২২ রান নেন সাইফউদ্দিন ও রাব্বি। এতে ১২ বলে ৭ ছক্কা ও ৩ চারে সাইফও ৫৫ রান করে রিটায়ার্ড হন। শেষ ওভারে ২২ রান তুলে ১৪৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। 

জবাবে ওমানও লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল। প্রথম ওভারে ১৮ রান তোলে নেয় দলটি। দ্বিতীয় ওভারে তিন ছক্কা হজম করলেও একটি উইকেট শিকার করেন সাইফ। পরের ওভার ২৮ রান খরচায় এক উইকেট নেন সোহাগ গাজী। 

চতুর্থ ওভারে তিন ছক্কা হজম করে এক উইকেট শিকার করেন আবু হায়দার রনি। পঞ্চম ওভারে উইকেট না পেলেও মাত্র ১১ রান দেন সাইফ৷ শেষ ওভারে ২ উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন জিসান আলম।

ওমানের হয়ে ৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন বিনায়ক শুক্লা। শেষমেশ নির্ধারিত ৬ ওভারে ১১৩ রানে অলআউট হয় ওমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App