রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
তারা জানিয়েছে, লা লিগার অনুরোধে বন্যার কারণে ভ্যালেন্সিয়া রাজ্যে সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলোর সময় পুনঃনির্ধারণ করা হবে।
এদিকে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বন্যায় দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৮ জন। স্পেনের সব অঙ্গনকে ব্যাপারটি নাড়িয়ে দিয়েছে। দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতার আয়োজক লা লিগা এবং এর অধিভুক্ত ক্লাবগুলো বন্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে রেড ক্রসের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে রিয়াল জানিয়েছে, বন্যার্তদের সাহায্যে রেড ক্রসের মাধ্যমে এক মিলিয়ন ইউরো দেবে তারা।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে এবং এক মিলিয়ন ইউরো সাহায্য করবে ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা খুব বাজে পরিস্থিতি পার করছে এবং তাদের আমাদের সাহায্যের প্রয়োজন।’
এ সপ্তাহে ভ্যালেন্সিয়ায় কাপ প্রতিযোগিতার ৭টি ম্যাচই স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ ছাড়া ম্যাচ শুরুর আগে ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ৭টি ম্যাচের মধ্যে ৬টি কোপা দেল রের। আগামী সপ্তাহে এ ম্যাচগুলোর সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। রিয়াল সোসিয়েদাদ–এস্পানিওল ম্যাচটির সূচি এখনো ঠিক হয়নি।