যে পথে যাবে সাফজয়ীদের ছাদখোলা বাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকায় পৌঁছেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। সোয়া ২টার কিছুক্ষণ পর দেশের মাটিতে পা রেখেছেন সাবিনা-ঋতুরা।
উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপজয়ীদের বরণে আগে থেকেই সুসজ্জিত ছাদ খোলা বাস প্রস্তুত করে রাখা ছিল। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি বাফুফে ভবনে পৌঁছাবে নারী ফুটবল দল।
বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি জায়গা পেয়েছে। মাঝে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বামে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও ডানে সেরা গোলরক্ষক রুপ্নার ট্রফি নেয়ার মুহুর্ত।
ঋতুপর্ণার ছবির ওপরে কয়েকটি লোগো রয়েছে। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে। বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে। তাই বিশেষ এই স্থানে তাদের লোগোও আছে।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসটি এক্সপ্রেসওয়েতে উঠবে। সাফ চ্যাম্পিয়নদের নিয়ে এফডিসি মোড়ে নেমে সাত রাস্তার মোড় হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল হয়ে পল্টন নামবে। নটরডেম কলেজের সামনে পৌঁছে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে যাবেন সাবিনা-রুপনারা।
সাফজয়ী মেয়েদের বহনকারী বাস চালকের নাম মো. মেহেদী হাসান। প্রায় ১০ বছর ধরে বিআরটিসির বাস চালাচ্ছেন বরিশালের এই বাসিন্দা। রাস্তায় যেকোনো তত্ত্বাবধানে চালক মেহেদীর দুইজন সহযোগী আছেন। মো. নাজমুল খান (চালক) ও মো. সুজন (কারিগর)।
বিমানবন্দর টু বাফুফে ভবন ছাদখোলা বাস রুট: বিমানবন্দর>এক্সপ্রেসওয়ে>এফডিসি>সাত রাস্তার মোড়>মগবাজার ফ্লাইওভার> কাকরাইল>পল্টন>নটরডেম কলেজ>শাপলা চত্বর>বাফুফে ভবনে।