সাফজয়ী নারীদের অভিনন্দন ক্রীড়া উপদেষ্টা আসিফের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত
দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে (সাফ) চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা।
বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। মেয়েদের অবিস্মরণীয় এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানান তিনি। পরে মুঠোফোনে অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা। আরো জানান, বাফুফে ভবনে সাফজয়ী নারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
২০২২ সালের ফাইনালে এই কাঠমান্ডুতে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল নেপালকে। এবার হারালো ২-১ গোলে। এ নিয়ে নেপাল ৬ বার টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা থেকে বঞ্চিত থাকলো।
দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।