×

খেলা

ভীষণ হতাশ-বিপর্যস্ত ফখর, তবে সেই পরিকল্পনা নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম

ভীষণ হতাশ-বিপর্যস্ত ফখর, তবে সেই পরিকল্পনা নেই

ফখর জামান, ছবি: এএফপি

   

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে অবসরের পরিকল্পনা করছেন ফখর জামান। ইতোমধ্যে এই গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে সেটা নিতান্তই গুজব বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে ভীষণ হতাশ ও বিপর্যস্ত ফখর জামান। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা নেই তার।

সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েন বাবর আজম। অধিনায়কত্বও হারান তিনি। এই অবস্থায় তার হয়ে ব্যাট ধরেন ফখর। মূলত সাবেক অধিনায়কের পক্ষ নিয়ে কথা বলে বেকায়দায় পড়েন বাঁ-হাতি ওপেনার। এ নিয়ে প্রথমে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হলো না তার। এ অবস্থায় হতাশ তিনি।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এবং অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে সুযোগ না পাওয়ায় অবসরের চিন্তা করছেন তিনি। কিন্তু সেই কথা উড়িয়ে দিয়েছে পিটিআই। 

ফখরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে এ-ও বলা হয়, ফখরের ফিটনেসে অসন্তোষের কথা বলেছেন পিসিবি নির্বাচকেরা। তবে ব্যাপারটি একদমই মানতে নারাজ তিনি।

বাবর ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির খোলামেলা সমালোচনা করেছিলেন ফখর। ধারণা করা হচ্ছে, এই কারণেই বোর্ডের সঙ্গে তার সম্পর্ক তিক্ততার দিকে চলে গেছে।

যদিও এই ওপেনারকে বাদ দেওয়ার সময়ে ফিটনেস ইস্যুকে সামনে এনেছিলেন পিসিবিপ্রধান মহসিন নকভি। সবশেষ ফিটনেস পরীক্ষায় ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে পারেননি ফখর। এই যুক্তিতে তাকে বাদ দেয়া হলেও ফিটনেস পরীক্ষায় ভালো না করা উসমান খানকে চুক্তিতে রাখা হয়েছে।

এসব নিয়ে বেশ হতাশ ফখর। অনেকের ধারণা, আগামীতেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। এসব কারণেই হতাশায় ভুগছেন এ তারকা। তা-ই অবসরের চিন্তা-ভাবনা করছেন তিনি। তবে পিটিআইয়ে বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

উল্লেখ্য, ফখর ছাড়াও ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহনেওয়াজ দাহানি, সরফরাজ আহমেদ, জামান খান, ফাহিম আশরাফ, উসামা মীর, ইহসানউল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App