ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম

ভিনিসিয়ুস, ছবি: রয়টার্স
এবারের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গেল কয়েক মাস ধরেই সম্মানজনক এই পুরস্কারের বিজয়ী হিসেবে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু শেষের নাটকীয়তায় এলোমেলো হয়ে গেছে সবকিছু। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বিজেতার নাম ফাঁস হয়ে যায়।
ভিনিসিয়ুসকে পেছনে ফেলে পুরস্কারটি জেতেন গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপজয়ী রদ্রি। কিন্তু রদ্রির হাতেই যে ব্যালন ডি’অর উঠছে, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করে তারা। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়েও শঙ্কা জানায় রিয়াল।
ক্লাব কর্তৃপক্ষ ভিনির ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও চুপ ছিলেন তিনি। পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা পর নীরবতা ভাঙেন ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন তিনি। পোস্টে ভিনিসিয়ুস দাবি করেন, আসলে কর্তৃপক্ষই তাকে পুরস্কার দিতে চায়নি।
ভিনি লেখেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ব্রাজিলিয়ান এই তারকার টুইট। পরে ভিনির পোস্টের ব্যাখ্যা দেয় রিয়ালের ম্যানেজমেন্ট।
ভাইরাল টুইটের ব্যাখ্যায় বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানায়, পোস্টটি বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করেছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বর্ণবাদই তাকে পুরস্কার জিততে দেয়নি।