পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

পাকিস্তান দল, ছবি: সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। তবে ৬ মাস পর ফের তাকে নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েন বাবর। এতে আবারো নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর কে হচ্ছেন তার উত্তরসূরি, তা নিয়ে নানান জল্পনা-কল্পনা চলেছে। অবশেষে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাদা বলের ক্রিকেটের অধিনায়কের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান।
উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। তার প্রথম অ্যাসাইনমেন্ট অষ্ট্রেলিয়া সফর। এই সফরে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে দ্য গ্রিন ম্যানরা।
এর আগে, পুরে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাবর, শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে ফেরানো হয়েছে। তবে জিম্বাবুয়ের সফরে তাদের দলে রাখা হয়নি।
রিজওয়ানকে নিয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, আমি রিজওয়ানকে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে রিজওয়ানের নেতৃত্বগুণ, তার খেলার প্রতি গভীর প্রতিশ্রুতি ও আবেগের ভিত্তিতে, এই প্রতিভাবান দলকে ধারাবাহিকভাবে সফল ইউনিটে রূপ দিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, রিজওয়ান তার নিষ্ঠা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে তার সহকর্মীদের কাছ থেকে সম্মান অর্জন করেছেন। আমি নিশ্চিত যে এই গুণাবলি, তার খেলার জ্ঞান ও পারফরম্যান্সের সঙ্গে মিলে, পরবর্তী প্রজন্মের পাকিস্তানি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।
পিসিবি চেয়ারম্যান বলেন, পিসিবি সবসময় খেলোয়াড় এবং স্টাফদের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছে এবং রিজওয়ান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার সময় আমরা তার পাশে থাকব। আমরা আশাবাদী যে তার নেতৃত্বে পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শক্তিতে পরিণত হবে।