পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক রদবদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

পাকিস্তান দল, ছবি: সংগৃহীত
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এবার খানিকটা দেরিতেই প্রকাশ করা হলো ২০২৪-২৫ মৌসুমের এই কেন্দ্রীয় চুক্তির তালিকা। তবে গত ১ জুলাই থেকে এই চুক্তির মেয়াদ শুরু হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, ইরফান খান ও উসমান খান জায়গা পেয়েছেন।
এদিকে এবার প্রথমবারের মতো পাঁচজন ক্রিকেটারকে ইমার্জিং ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিকের 'এ' ক্যাটাগরিতে শুধু বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান রয়েছেন। অন্যদিকে 'বি' ক্যাটাগরিতে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও টেস্ট অধিনায়ক হিসেবে শান মাসুদকে রাখা হয়েছে।
এ ছাড়া আব্দুল্লাহ শফিক, শাদাব খান, আবরার আহমেদ, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল, হারিস রউফ ও ফিট থাকা সাপেক্ষে নোমান আলী 'সি' ক্যাটাগরিতে আছেন।
তরুণ সাইম আইয়ুব ছাড়াও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হুরায়রা, আমের জামাল, মীর হামজা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, উসমান খান, ইরফান খান নিয়াজি, হাসিবউল্লাহ খান, আব্বাস আফ্রিদি ও কামরান গোলাম 'ডি' ক্যাটাগরিতে আছেন।
এদিকে ইমাম-উল-হক, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহনেওয়াজ দহানি, সরফরাজ আহমেদ, জামান খান, ফাহিম আশরাফ, উসামা মীর, ইহসানউল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন।