স্টোকস-জাদেজার ক্লাবে মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
-6719f628d4c34.png)
মেহেদি হাসান মিরাজ
ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক আসরে ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান তৃতীয় চক্রে ৫’শ রান ও অন্তত ৩০ উইকেট শিকার পূর্ণ করেন মিরাজ।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অনবদ্য ৯৭ রানের ইনিংস খেলার পথে চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৫’শ রান পূর্ণ করেন মিরাজ। এ ম্যাচের আগে বোলিংয়ে ৩২ উইকেট পূর্ণ করেছিলেন মিরাজ। এ ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে সংখ্যাটা ৩৪-এ নিয়ে গেছেন মিরাজ। আর ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচের ১৬ ইনিংসে ৫৫৪ রান করেছেন মিরাজ।
এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্তত ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েন স্টোকস ও জাদেজা। এর মধ্যে দু’বার এমন নজির আছে স্টোকসের।
২০১৯-২১ মৌসুমে এক হাজার ৩৩৪ রান ও ৩৪ উইকেট এবং ২০২১-২০২৩ আসরে ৯৭১ রান ও ৩০ উইকেট শিকার করেছিলেন স্টোকস। এ ছাড়া ২০২১-২০২৩ মৌসুমে জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেট
- বেন স্টোকস– ১ হাজার ৩৩৪ রান ও ৩৪ উইকেট (২০১৯-২০২১ চক্র)
- রবীন্দ্র জাদেজা– ৭২১ রান ও ৪৭ উইকেট (২০২১-২০২৩ চক্র)
- বেন স্টোকস– ৯৭১ রান ও ৩০ উইকেট (২০২১-২০২৩ চক্র)
- মেহেদী হাসান মিরাজ– ৫৫৪ রান ও ৩৪ উইকেট (২০২৩-২০২৫ চক্র)