×

খেলা

‘একজনকে তো ৫০ বছর খেলাতে পারবেন না’, সাকিব ইস্যুতে তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

‘একজনকে তো ৫০ বছর খেলাতে পারবেন না’, সাকিব ইস্যুতে তাইজুল

ছবি: সংগৃহীত

   

মিরপুর টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর তাইজুলের ফাইফারে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। যদিও দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম। এদিনও ঘুরেফিরে সাকিব আল হাসানের প্রসঙ্গ।

সম্প্রতি লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন সাকিব। সাকিব না থাকায় স্পিন বিভাগে বাংলাদেশের নেতৃত্বে তাইজুল। কাজটাও ঠিকঠাকই করেন। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচায় পাঁচ উইকেট নেন। সাকিবের পর তিনিও টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবেও নাম লেখান।

সাকিব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টাইগার এই অফস্পিনার বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব (ভাই) নাই তাই তো। সাকিব (ভাই) নাই, সাকিব (ভাই) ছাড়া যে আমি খেলি নাই, তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব (ভাই) ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব (ভাই) ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব (ভাই) ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’

দোয়া চেয়ে তাইজুল জানান, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই, উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App