আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত খর্বশক্তির হংকংকে সহজেই হারায় টাইগার যুবারা। এবার পারভেজ-শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।
রবিবার (২০ অক্টোবর) ওমানের আল এমিরাত স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ইমন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বিলাল সামির বলে বোল্ড হয়ে ৭ বল খেলে মাত্র ৪ রান করে ফেরেন ওপেনার জিশান আলম।
তবে অন্যপ্রান্তে শুরু থেকেই আগ্রাসী ছিলেন পারভেজ হোসেন ইমন। ফলে পাওয়ারপ্লেতে ৪৫ রান তোলে বাংলাদেশ। এরপর আরও বিধ্বংসী রূপ ধারণ করেন ইমন। কায়েস আহমেদকে ছক্কা হাঁকিয়ে ২৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন এই ওপেনার। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দশম ওভারে দলীয় ৭৭ রানে ফেরেন তিনি।
ইমনের গড়া ভিত কাজে লাগাতে পারেনি টাইগার যুবারা। মিডল-অর্ডারে সাইফ ও আকবর দ্রুত ফেরায় রানের লাগাম টেনে ধরে আফগান যুবারা। এতে দলীয় শতকের আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
তবে পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও শামিম মিলে ৪৫ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এতে দেড়শ ছাড়ায় বাংলাদেশের রান। ৪২ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আর ৩৮ রান করেন শামিম।