ড্রাফটের আগের রাতে রংপুর রাইডার্সের চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ এএম

ছবি: সংগৃহীত
বিয়ের কারণে ইংল্যান্ডের তারকা অ্যালেক্স হেলসকে এবারের বিপিএলে পাচ্ছে না তারা, আগের দিন বিকেলেই জানিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে বিশ্বকাপজয়ী এই ওপেনারকে দলে টানতে বেশ উচ্ছ্বসিতই ছিল ঢাকা। সেই সঙ্গে বিতর্কও ছিল। গুঞ্জন ছিল, ৪ ম্যাচের জন্য আগেই নিজেদের দলে এই তারকাকে টেনেছিল রংপুর রাইডার্স।
তবে ঢাকার আনুষ্ঠানিক বিবৃতির পর সেই আলোচনা চাপা পড়ে যায়। ধারণা করা হচ্ছিল, এবারের বিপিএলে আসছেন না তিনি। তাই সোমবারের ড্রাফটের দিকেই সবার নজর ছিল। কিন্তু মধ্যরাতে সবাইকে চমকে দিয়ে অ্যালেক্সকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় রংপুর। ফেসবুক পোস্টে বিশ্বকাপজয়ী এই ইংলিশ তারকাকে দলে নেয়ার কথা জানায় তারা। এর আগেও রংপুরের হয়ে বিপিএলে খেলেছেন তিনি। সেই হিসেবেই নাটকীয়ভাবেই ঘরে ফিরলেন এই ক্রিকেটার।
এর আগে, শুক্রবার হেলসকে ঢাকাইয়া উল্লেখ করে নিজেদের দলে নেয়ার কথা জানায় ঢাকা ক্যাপিটালস। তবে নিজের বিয়ের কথা বলে আপাতত এই চুক্তি স্থগিত রাখতে অনুরোধ করেন হেলস। ৩৫ বছর বয়েসী এই তারকার অনুরোধ মেনেও নেয় ঢাকা।
এক অনুষ্ঠানিক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, ‘তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
এই ঘোষণার ১০ ঘণ্টাও না পেরুতেই রংপুরের পক্ষ থেকে জানানো হয় হেলস তাদের দলের অংশ। ইংলিশ এই তারকা ছাড়াও রংপুর তাদের স্কোয়াডে নিশ্চিত করেছে আরও ৪ খেলোয়াড়কে। ডিরেক্ট সাইনিংয়ে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাকিস্তানের খুশদিল শাহ। আর আগের বছর থেকে শেখ মেহেদি আর অধিনায়ক নুরুল হোসেন সোহানকে ধরে রেখেছে।