পাকিস্তান দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম
-670b7561606b1.png)
বাবর আজম, ছবি: সংগৃহীত
সাদা পোশাকে অধিনায়ক হিসেবে আগেই বাদ পড়েছিলেন বাবর আজম। অবশ্য নতুন অধিনায়ক শান মাসুদ নিজের প্রথম ৬ ম্যাচের সবকটি ম্যাচই হেরেছেন। তবুও বাবরকে ঠিকই ব্যর্থতার দায় নিতে হচ্ছে।
নির্বাচক ও পিসিবির নিয়োগপ্রাপ্ত ৫ মেন্টরের সুপারিশ অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাদ পড়তে পারেন বাবর আজম।
গেল দুই বছরে টেস্টে বাবরের গল্প কেবলই ব্যর্থতার। ২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কোনো ফিফটির দেখা পাননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের পর থেকেই ধারাবাহিক বাজে পারফরম্যান্স করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংস মিলিয়ে মোটে ৩৫ রান করেন। সবশেষ ৯টি টেস্টে বাবরের গড় ২১-এর নিচে।
এদিকে ২০১৯ সাল থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেটে একটি ম্যাচও খেলেননি বাবর। তাই জাতীয় দল থেকে ছিটকে গেলে কায়েদ-ই-আজম ট্রফিতে তাকে দেখা যেতে পারে।