মাসিক ২৭ লাখ বেতনসহ যেসব সুবিধা পান রোনালদোর হোটেলের কর্মীরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম
-6708b68c35a70.jpg)
ক্রিস্টিয়ানো রোনালদো
বিশ্বের পাঁচটি শহরে বিলাস বহুল হোটেলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের শহর লিসবন, আমেরিকার নিউইয়র্কে হোটেল আছে তার। পর্তুগালের ফানচাল এবং মরক্কোর মারাকেচেও হোটেলের মালিক তিনি।
এদিকে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে স্পেনের এই শহরও পর্তুগিজ এই মহাতারকার অনেক পছন্দের। সেখানেও একটি হোটেল রয়েছে তার। তাই মাদ্রিদের হোটেলটিকে বিশেষভাবে গুরত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেরা পেশাদারদের আকৃষ্ট করতে আগ্রহী সিআর সেভেন।
এজন্য হোটেলের কর্মীদের বেশকিছু সুবিধা দেওয়া উদ্যোগ নিয়েছেন তিনি। মাসিক ২৭ লাখ টাকা বেতন, ৫০ দিন বাৎসরিক ছুটিসহ আকর্ষণীয় সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ৩৯ বছর বয়সী পর্তুগিজ এই ফুটবলারের।
কর্মীদের জন্য জন্মদিনেও আলাদা বোনাসের ব্যবস্থা থাকবে। হোটেলের বার এবং রেস্তরাঁয় খাওয়া-দাওয়া করলে ২৫ শতাংশ ছাড়ও মিলবে।
পতুর্গিজ সুপারস্টারের লক্ষ্য মাদ্রিদের ‘দ্য পেস্তানা গ্রাঁ ভিয়া’ হোটেলটিকে বিশ্বের অন্যতম সেরা করে তোলা। এই হোটেলটি ২০২১ সালে তৈরি হয়েছিল।